কন্যারে তুই তো আমার বুকের ভেতর ঘুমাস,
পদ্ম কাঁটা বিধবে না আর বুকে,
থাকবি হেথা দিন পেরিয়ে পুরো বারো মাস।
আমার বুকে দিলাম তোরে ঠাই,
কাঁদিস নে ও মেয়ে তুই,
ভয়ের কিচ্ছু নাই।
চেয়েছিলি থাকতে বুকে, ঘাপটি মেরে সুখে;
কন্যা তোরে আজ নিয়েছি
এই বুকেতে-ই ঢেকে।
হারাস নে আর পাপড়ি ঢাকা সুখের ঠিকানা,
এই বুকেতেই থাকবিরে তুই
কেউ দেবে না হানা।
মনের সুখে গাঁথরে মেয়ে রঙ্গিন ফুলের মালা;
এই বুকেতেই নিভে যাবে
তোর জীবনের জ্বালা।