এসেছে সংযমের মাস
প্রবৃত্তিকে ঢাকো,
মহাপ্রভূর ক্ষমার লাগি
তাঁকেই শুধু ডাকো।
আজান শুনে খেজুর পানি
এর বেশী নয় জানি,
তবু কেন ইফতার বলে
রসনা বিলাসকেই মানি?
হবে না হিসাব খাদ্যের কোন
সংযমের এই মাসে,
আজব মেসেজ জানি না বাপু
কোথা থেকে এত আসে?
পাঁচ তারাতে মাঝের রাতে
মত্ত হয়ে ওঠে,
শত পদে ভরা দ্যাখো
তাদের ভরা পাতে!
তাপের জ্বালায় পুড়ে সবাই
করছে হায় হায়,
নিয়ম ভেঙ্গে কুড়াল মারছে
নিজেই নিজের পায়।
ম্যানুয়েল খুলে এই মাসেতে
একটু দেখে নেই,
মুক্তির পথ আছে জানি
এই এক কিতাবেই।