ভেবেছিলাম লিখবো না আর
আঁকবো না কোন ছবি,
রঙ এর ভাড়ার বন্ধ করে
রাখবো তুলে চাবি।
আজ সকালে সূর্য্য ডেকে
বললো শোন কবি,
লিখতে হবে আঁকতে হবে
ঠিকঠাক আছে সব-ই।
স্বভাব কবি নয়তো আমি
কবিতা নয় প্রাণ,
কবির বেশে পেতে তাকে
এত পেরেশান।
পাখ-পাখালি গাইছে যখন
মহুয়া গাছের ডালে,
আমি-ই বা আর যাই কি করে
একলা তাকে ফেলে?