ডুব দিয়েছে কবি আমার
কোন আঁধারের মাঝে?
ধূলি মেখে করুণ সুরে
তানপুরাটা বাঁজে।
ডুব দিয়েছে কবি আমার
কষ্ট ব্যথা ঢাকতে,
দোতারাটা সুর তোলে না
চায় না বাউল রাখতে।
ডুব দিয়েছে কবি আমার
নিয়ে আপন কষ্ট,
বাজবে না আর বাঁশরীটা
যতই ডাকুক কেষ্ট।
অভিমানী কবি আমার
করছে যুদ্ধ একা,
কি জানি কোন ব্যথা আছে
কবির বুকে ঢাকা?
চাইছে কবি থাকতে ডুবে
কেউ না দেখুক তাকে,
সুঁইচোরাটা লেজ উঁচিয়ে
উড়ছে ফাঁকে ফাঁকে।
কবি আমার যতই থাকুক
করে কঠিন আড়াল,
আসবে নিয়ে আমার কাছেই
সুঁইচোরাটার কড়াল।