দিনভর ভাবাভাবি
রাতভর স্বপ্ন,
আজব এক খেলা নিয়ে
আছে বেশ মগ্ন।
স্বপ্নটা কখনো
যায় যদি ভেঙ্গে,
সইবে সে কেমনে
কোন পোড়া অঙ্গে?
চায় তবু স্বপ্ন
রাত আর দিনভর,
ভাবে না তো কিছুতেই
কি হবে এরপর?
স্বপ্নটাই শুধু যে
একমাত্র সম্বল,
শীতে কাঁপা মাঘেতে
ভালবাসার কম্বল।
স্বপ্নটা নিয়ে সে
চায় শুধু বাঁচতে,
ভেঙ্গে যদি যায় তা
ঘুম বাকী থাকতে;
ভয়ে ভয়ে থাকে তাই
সদা তটস্থ।
জো হুকুম জাঁহাপনা
যা বলেন তথাস্থ।
স্বপ্নটা তবু থাক
আর কিছু চায় না,
স্বপ্নেতেই রাজকুমার
মেলে ধরে আয়না।