মুক্তি চাই, মুক্তি দাও
ভেঙ্গে শংখনীল কারাগার,
ইচ্ছে হয় না থাকতে আর
সঙ সেজে এ জগতে;
ভুলে গেছি কে আমি?
কি আমার পরিচয়?
সঙ সেজে হারিয়েছি
যা কিছু ছিল আমার।
রঙ এর প্রলেপে ঢেকে গেছে
ছিল যত হাসি কান্না,
সঙ এর বেশে আসর
মাতাই ফানুস বাতি হয়ে;
শূন্যে ভাসি শূন্যবেশে,
জোর তালিতে মঞ্চ,
জীর্ণ ঘরে শান্ত চুলো
হয় না কোন রান্না।