মরেছি ভেবে বুটের লাথিতে
দেখতে চায় সে উল্টে,
শক্ত হাতে রুখে দাঁড়াতেই
চেহারা গেলো পাল্টে!
মরারে মারতে জানি না কেন
খুব খুব লাগে ভালো,
নড়ে না, চড়ে না বিন্দুমাত্র
আঁধারে খোঁজে না আলো।
মরার আগে মরে শতবার
দিয়েছি ওদের লাই,
কৈ মাছের প্রাণ দেখে বোঝে
এবার, পালাবার পথ নাই।