"বন্যরা বনে সুন্দর
শিশু মাতৃ কোলে"
কোন নরাধম এই সময়ে
এমন কথা বলে?
মায়ের কোলের শিশু কাঁদে
খোঁজে মায়ের কোল,
শিশু রক্ষার ন্যায় বিচারে
জোরসে আওয়াজ তোল।
কাঁদছে বসে মা জননী
কোলের শিশুর জন্য,
মানুষ নামের মুখোশ পরে
ঘুরছে এ কোন বন্য?
অসভ্যতায় বসত গড়ে
সভ্য বলে করছে দাবী,
রাতের শেষে নিয়ম মেনেই
পূব আকাশে উঠবে রবি।
মুখোশ পরে কাটবে বল
আর কতটা কাল?
সত্যের আলোয় জাগবে
সবাই; হবে তুমি বেহাল।
ইচ্ছে করে হ্যাঁচকা টানে
মুখোশটা দেই খুলে,
ছোট্ট শিশুর অভিশাপে-ই
ভাসবে চোখের জলে।