লিখছো তুমি ইচ্ছেমতো
বুদ্ধিজীবির বুদ্ধির কাছে,
বুকের ভেতর জমা তোমার
লক্ষ হাজার প্রশ্ন কথা;
প্রশ্ন আমার তোমার কাছে
ভেল্কিবাজির ভেল্কির মতো
কোন উপায়ে বাঁচবে মরা
নিয়ে বুকে জমাট ব্যথা?
বুদ্ধিজীবি সুধীজনের চলছে
এখন মিলন মেলা;
কেউবা হাসে, কেউবা হাসায়
প্রজ্ঞা জ্ঞানের পসরা দিয়ে।
কেউবা কাঁদে পোড়া চোখে
স্বজন বিনে দিনে রাতে;
তোমার কাছে প্রশ্ন আমার
ইঁদুর সিংহের হয় কি বিয়ে?
সিংহ মামা বনের রাজা
সবাই জানি, কেউবা মানি;
নেংটি ইঁদুর ডিগবাজি খায়
সিংহ মামার গায়ে পড়ে।
সিংহ মামার বেজায় দেমাগ,
বনের রাজা এই না ভেবে;
সেই রাজার-ই মুক্তি মেলে
ইঁদুর যখন সুতো ছেড়ে।