সাঁঝ বেলাতে তোমার কথায়
করলাম আমি তোমায় কবুল,
ভালবাসার জোয়ার ভাটায়
হয় না ভাবা ঠিক না কি ভুল।
তোমার সাথে কাটবে জীবন
জোর বাঁধনের গাঁট ছড়াতে,
জীবন তরীর বৈঠা আমার
সাঁঝ বেলাতেই তোমার হাতে।
দেনমোহরের মোহরানা
ধার্য হলো কত যেন?
তোমার বুকের ভালবাসায়;
অনাদায়ে মরণ জেনো।
সাঁঝ বেলাতে তোমায় কথায়
তোমার আমার হয় পরিণয়,
ডুবুক বেলা, নামুক আঁধার
লাগছে না আর আজ কোন ভয়।
নদীর ওপার তোমার বাড়ি,
এপারেতে আমার কুটির,
হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে-ই
রাখবো ধরে সুখের এ নীড়।


২৩-৭-২০১৭