আজকাল কেন যেন সবকিছুতেই
রঙ এর ছড়াছড়ি,
নিন্দুকেরা ফোড়ন কেটে বলে
সবকিছুতে রঙ নয় গো
রঙ যে তোমার মনে।
কপট রাগের ভান দেখিয়ে বলি
খেয়েছো কি চোখের মাথা?
নীল আকাশটা লাল হয়েছে
জলেও অনেক রঙ;
দেখেও কেন দেখছো না,
এ আবার কোন ঢং?
যাই বলি না মুখে কেন
অন্তর জানে সত্য;
আনন্দ মোর দিয়েছে ঢেলে
রঙ ছড়ানোর সব মন্ত্র।
আমি যখন লিখতে বসি
শব্দ খুঁজে পাই না,
শূন্য ঘরে একলা বসে ভাবি
নাহ; হবে না বুঝি লেখা।
হঠাৎ যেন ঘাড়ের উপর
তপ্ত কোন শ্বাস!
হাত বাড়িয়ে ধরো তুমি
কলমসহ হাত,
মায়া ভরা কন্ঠে বলো
লিখছো না কেন আর?
গাল ফুলিয়ে জল ঝরিয়ে
কপট অভিমানে-
লিখবোটা কোন ছাই?
শব্দগুলো কোথায় গেল?
খুঁজে পাওয়াই দায়।
লিখতে হবে মেয়ে তোমার
যাবে না আর থামা,
আছি আমি তোমার পাশে
লেখো দেখি নতুন করে
একটা "শাহনামা"।