চুনকাম খসে পড়া একটা ভাঙ্গা দেয়াল,
বিবর্ণতায় ঢাকা পড়া তার পুরোটা চোয়াল,
চড়ুই পাখি চায় না সেথা বাঁধতে তার বাসা,
জঞ্জাল দিয়ে ছিল তার পুরো শরীর ঠাসা।
শ্যাওলা জমে দেয়াল জুড়ে, যায় না আর দেখা
এই দেয়ালেই ছিল নাকি অনেক রঙ এর আঁকা!
এক জাদুকর হঠাৎ এলো ঝোলা কাঁধে নিয়ে
শ্যাওলা পড়া দেয়ালটাকে একটু দেখে চেয়ে।
সোনার কাঠি, রূপোর কাঠি জাদুকরের হাতে,
দেয়াল জুড়ে এঁকে চলে রঙিন ছবি তাতে।