নাই বা আসলি, নাই বা দেখলি,
নাই বা খেললি খেলা;
তাই বলে কি কাটবে নারে
এই অভাগীর বেলা?
ছায়ার নীচে মায়া ঢেকে
রৌদ্র জলের সন্ধি,
তুই বিহনে মুক্ত আকাশ
শিকল পরা বন্দী।
চলছে খেলা, চলছে মেলা
তামাম মুল্লুক ভরে,
তোর দেখা নাই, চোখ কেঁদে কয়
যাচ্ছি আমি মরে।