মেঘ গুড়গুড় আকাশ ভারী
অঝোর ধারায় ঝরছে,
জল থৈ থৈ চারিধারে
সবাই ডুবে মরছে।
মানুষ, গরু, পশু, পাখি
সবাই জলে বন্দী,
হাহাকার আর ক্রন্দনে সব
যাচ্ছে করে সন্ধি।
মায়ের কোলের ছেলে হারায়
উপচে নদীর পাড়,
কাব্য লিখে কোন নরাধম
করবে সময় পার?
কাব্য দিয়ে বাঁচবে না প্রাণ
যেতে হবে কাছে,
ভাবনা থেকেই ছোটা শুরু
রবিনহুডের বেশে।