পুতুল পুতুল খেলার ছলে
সাজে বর আর বউ,
কাঁদা মাটির কোর্মা পোলাউ
যাচ্ছে না বাদ কেউ।
পুতুল পুতুল খেলার ছলে
হাতে রাখে হাত,
ভালবাসার গল্প বলা
স্বপ্নে বোনা রাত।
পুতুল পুতুল খেলার ছলে
রাখলো চোখে চোখ,
ভালবাসার চর জেগেছে
লড়াই যেন অমোঘ।
পুতুল পুতুল খেলার ছলে
হারায় তারার দেশে,
কূল কিনারা পায় না খুঁজে
মেঘ পরীদের পাশে।
পুতুল পুতুল খেলার ছলে
গরল করে পান,
খেলার ছলে খেলতে গিয়ে
পুতুল হারায় প্রাণ।