ঘন মেঘের ডাকে মন করে আনচান,
ঝরে পড়ে বারিধারা আঝোরে
তপ্ত হৃদয় জুড়োক, জুড়োক এ প্রাণ।
মেঘের ও পার থেকে শুনেছি আজ তার
সেই পুরোনো ডাক!
মনের মাঝে বয়ে গেছে মৃদু মন্দ বাতাস
হারিয়েছি সব তার ঐ মধুর স্মভাষণে,
পাখিদের গানে হৃদয় হয়েছে আজ উদাস।
বলো না আর আজ কেউ কোন কথা,
নিমিষে হয়েছে উধাও, মিশেছে হাওয়ায়  
এ অন্তরে ছিল যত অব্যক্ত ব্যথা।
যদি বা সে এসে দেয় ডাক চুপি চুপি
চোখের ইশারায় বলে-
হাত ধরো মোর, চল বহুদূর যাই হারিয়ে,
সে হাত ধরে দেবো এ মনের ডানা মেলে।
ডালি ভরা ছিল যত পুরোনো ব্যথায় স্মৃতি
আবর্জনার স্তুপে থাক সব পড়ে থাক।


০৪/০৫/২০১৭