কেউ শেখে দেখে দেখে
কেউ শেখে ঠেকে,
কেউ বোঝে শুনে শুনে
কেউ বোঝে জ্ঞানে।
দূরাচারী বোঝে না তো
দেখে, ঠেকে, শুনে
তারা শুধু চুপ করে
হাসে মনে মনে।
কানে তারা গোঁজে তুলো
পিঠে বাঁধে কুলো,
গাধা ভেবে সর্বজনে
মেলে ধরে মুলো।
ঢোল হাতে পেয়ে তারা
হয় দিশেহারা,
মেঘে ঢাকা আকাশেও
দেখে শত তারা!
বোঝে না তো মহাজ্ঞানী
এই দিন নয়,
সব দিন একদিন
ফিরে কথা কয়।