খুক খুক খুক কাশি আর
গিটে বাতের ব্যথা,
পানি ঢালা ভাতের সাথে
একটা ছেড়া কাঁথা,
এটাই নিয়ে চলছে এখন
বেলা শেষের গান,
জানি না আর টিকবে কদিন
ঘাটের মরার প্রাণ?
ছিল একদিন সব-ই আমার
গতর ভরা জোর,
হালের বলদ সাথে নিয়ে
হতো শুরু ভোর।
অষ্টাদশী আলতা পরা
যুবতী এক বউ
বুকের মাঝে বইয়ে দিতো
সাগর ভাঙ্গা ঢেউ।
সানকি ভরা গরম ভাতে
মিষ্টি বধূর মায়া
প্রাণ জুড়াতো শেষ বিকেলে
তাল পাখার-ই হাওয়া।
কোথায় গেল মিষ্টি মধুর
সেই সে সুখের দিন,
বাতের ব্যথা, শ্বাস হাঁপানি
বাজায় বুকে বীণ।