আর বলো না লিখতে আমায়
আর ঢেলো না মিথ্যে জল,
পন্ডশ্রম শুধুই তোমার
মিলবে না তো কোন ফল।
অনুরোধে ঢেকি গেলা
সে কি বলো সুখের?
পেছন দিয়ে পালাতে চাই
জানি সেটাও দুঃখের।
তবু আমি চাই যে ছুটি
চাই যে শুধু হারাতে,
বন্ধু তুমি খুঁজো না আর
আকাশ ভরা তারাতে।
চেয়েছিলে হয়তো তুমি
একটা আমার পরিচয়,
পন্ডশ্রম করে তোমার
অনেক হলো অপচয়।