তোমরা ভাবো অনেক রং এ
রাঙ্গানো এই আমার মন,
ছেড়া দ্বীপে বসত আমার,
নেই তো কোন আপন জন।
স্বজন হারা এক বিবাগীর
গল্প যদি জানতে চাও,
চলতি পথে থামতে হবে
মাঝ নদীতে তোমার নাও।
গল্পে যদি দেখতে পারো
কালো রং এর একটা ভূত,
বুঝবে তুমি মিথ্যে যে নয়
সত্যে ভরা এক অদ্ভুত।
গল্পের গাড়ী ছুটছে শুধু
খুঁজতে নতুন ভূত কিম্ভূত।