পথে হাটি পথে ঘুরি
পথেই বসে কান্না,
পথের ধারে দিবা নিশি
চলে আমার রান্না।
পথে দেখা, পথের পরে
তোমার সাথে পরিচয়,
পথের উপর হয়ে গেল
তোমার আমার পরিণয়।
জন্ম আমার পথের ধারে
পথেই বেড়ে উঠি,
পথের পাশেই থাকবো পড়ে
নিয়ে বিদায় চিঠি ।
পথই আপন, পথই ভালো
পথই দেখায় আলো,
পথে বসে দেখি আমি
আঁধার রাতের কালো।
হটলে পিছু যখন তুমি
পথে আমায় ফেলে,
পথই নিলো কাছে টেনে
হিসাব নিকাশ ভুলে।
পথে ঘুরে বিশ্ব দেখি
আপন ভোলা মনে।