বালক আমার অতি সুবোধ
অনেক অনেক লক্ষ্মী,
কথার আড়ে গেলেই যেন
ঝড়ের রাতের পক্ষী।
কথা যখন বলবে বালক
ঝরবে সেথা মধু,
সেই কথাতেই মরবে কেঁদে
ঘোমটার নীচে বধূ।
ডাকবে তোমায় বাসবে ভালো
হৃদয় উজাড় করে,
ইচ্ছে হলেই হারিয়ে যাবে
চাইবে না আর ফিরে।
যতই ডাকো, যতই কাঁদো
ফিরবে না সে বালক,
আপন মনের চলচ্চিত্রে
সেই যেন এক নায়ক!
চাইনে আমি অমন বালক
চাইনে মধু মুখো,
স্বভাবদোষে লাগছে তাকে
দেখতে হুঁকো মুখো!!