হিক্কা তুলে টলকে পড়ে
ডানে এবং বামে,
ছেলে ধরে টেনে তোলে
ফেলে পাঁজা কোলে।
ঝামটা মা্রে বউ রাগিণী
মরতে কোথায় যাস?
ছোঁয় না  কেন মরণ আমায়
ফেলে তোর ছাঁই পাশ।


মাঘের রাতে খালি গায়ে
মাতাল ওঠে ঘেমে,
মিনসে ফেরে রাত দুপুরে
কোন সে বিশাল কামে?


খিস্তি শুনে পুরো পাড়া
রাত দুপুরে জাগে,
নেড়ী কুত্তা লাথি খেয়ে
লেজ গুটিয়ে ভাগে।


বাপকে বলে দোস্ত না কি
ছেলের ধরে পা
মাতাল ব্যাটাও উচিৎ কথায়
হয় যে  মহা ক্ষ্যাপা।


ছেলে কাঁদে, মেয়ে মরে
পালিয়ে যায় বউ,
বূড়ো বাপের দেখার মতো
থাকে না আর কেউ।


মাতাল তবু গাঁজা খোজে
খোঁজে চোলাই মদ,
মরণ নেশা ধরালো কে
কোন সে বদের বদ?