ঋণের চালের জাল বিছিয়ে
ঘুরছে হিরো হয়ে,
বেকুবের দল ছুটছে সেথা
বাঁচার তাগিদ নিয়ে।
বাচঁতে চেয়ে মরণ ফাঁদে
আটকে গেছে বগার দল,
ছোটার লাগি মরছে ঘুরে,
পাচ্ছে না তো কোন ফল।
বাঁচার তরে লাগে না ঋণ
বুঝতে যদি পারতো,
অভাগারই রক্ত চুঁষে,
নোবেল কি আর জুটতো?