বলো না আমায় আর কাব্য বিলাসে ভাসতে,
হাত জোড়ে ভিখ মাগি,
দয়া করো, দাও এক মুঠো অন্ন
ছেলে আমার আজ দু দিন ধরে উপবাস
কন্যাটি কেঁদে মরে তবু পারিনি দিতে তারে,
এতটুকু নিরাপদ কোন এক আবাস।


বলো না আমায় আর কাব্য বিলাসে ভাসতে,
হাত জোড়ে ভিখ মাগি,
তোমার কন্যাটির ফেলে দেয়া পুরোনো
ফ্যাশনের জামাটা দাও না বাবু আমায়,
একটু বসনের অভাবে কন্যা আমার
ইজ্জত বুঝি আজ হারায়।


বলো না আমায় আর কাব্য বিলাসে ভাসতে,
হাত জোড়ে ভিখ মাগি,
শপিং মলে যে টাকাটা দাও তোমরা ভ্যাট বলে,
ওটুকুতেই বাবু ছেলে পুলে নিয়ে দিব্যি
আমার কটা দিন যাবে চলে।


বলো না আমায় আর কাব্য বিলাসে ভাসতে,
হাত জোড়ে ভিখ মাগি,
তোমার বউয়ের গেল বৈশাখের
বাতিল করা শাড়ীটা, দাও না বাবু আমায়,
ঐ কটা টাকা দিয়ে ছেলের বই কিনে
বাঁচাবো আমাদের এই দুঃসময়।


বলো না আমায় আর কাব্য বিলাসে ভাসতে,
হাত জোড়ে ভিখ মাগি,
তোমার ডাইনিং এ আর রোচে না বলে
ফেলে দাও যে টুকু উচ্ছিষ্ট
ওটা দিয়েই ছেলে পুলে নিয়ে বেশ কেটে যাবে
অনাহারের রবে না আর অবশিষ্ট।