শুনবে না কি গল্প বলো, এক সে কোলা ব্যাঙ,
লাফিয়ে জলে খেলতো ফেলে লম্বা তার ঠ্যাং,
ভাবতো বসে সেই কোলাটা চলবে বুঝি এমন
হেসে খেলে পদ্ম পাতায় ছন্দে ভরা জীবন।
জলে ভরা জমিন নিয়ে হবে আমার কি?
দালান কোঠা বানিয়ে নিয়ে খাবো আমি ঘি।
ভাবনা মতো ছুটে চলে হাতে নিয়ে প্ল্যান
লোভীর লোভে যায় বুঝি কোলার ছোট প্রাণ।  
ডেভেলপার নামে ঢোকে কোলার জলের ঘরে
জলের ঘরে ভরে না পেট, এবার ধরে নদী,
সাগর পাড়ে হানা দিয়ে মহাসাগর ঘোরে
টপাস করে ফেলবে গিলে, সুযোগ মেলে যদি।