মানুষের সাথে মানুষ
কথা কয়,
পশুর সাথে নয়,
পশুর সাথে কইলে কথা
মানের হানি হয়।
সূত্র যদি এমন বলে
ফেলবে আমায় কোন দলে?
পশুর সাথে কথা ছাড়াও
বেঁধেছিলাম গাঁট ছড়া,
ভুলের মাশুল গুনলাম আমি
ভেঙ্গে নিজের শিরদাঁড়া।
মাশুল গুনেও হয় না মুক্তি
পশুর না কি অনেক শক্তি!
একটুখানি বাঁচার লোভে
পশুর পায়েই দেই মাথা,
পাইনি ক্ষমা তবু আমি
মেনে নিয়েও সব ব্যথা।