টুনটুনি কি ডাকবো তোকে?
ময়না পাখি চলবে না?
গাল ফুলিয়ে থাকলে যে তুই
মনটা আমার ভরবে না।
আড় নয়নে পিটিস পিটিস
খুঁজিস কেন আয়না?
চাইছিস কি ধরতে আবার
নতুন কোন বায়না?
তোর মাঝেই দেখি আমি
আমার সারা বিশ্ব,
তোকে ছাড়া জানিস কি তুই
আমি কত নিঃস্ব?
ময়না, টিয়া ডাকবো না আর
ডাকবো পরাণ পাখি,
আদর করে ছোট্ট হাতে
দেবো ফুলের রাখী।
তুই যে আমার নয়ন মণি
নয়নতারার বিচি
তোরই মাঝে আমি যেন
সারা জীবন বাঁচি।
নাম রেখেছি তাই যে আমি
দুষ্টু পাখি "রিচি"।


০৬/০৩/২০১৭


# আমার ছোট মেয়ে রিচির জন্মদিন ছিল ৬ মার্চ। আমি কবিতার আসরে ঘোরাঘুরি করছি, হঠাৎ তার বায়না "মা আমাকে নিয়ে একটা কবিতা লেখো না!" মেয়ের বায়না মেটাতে আমার এই প্রয়াস। ওর জন্য সবার দোয়া চাইছি।