চিড়িয়াখানার চিড়িয়াগুলো
কাঁদছে করুণ সুরে,
লাজে মরে চাইছে তারা
বনে যেতে ফিরে।
নগর জোড়া ইট পাথরের
সভ্য সভ্য খেলায়,
পশুগুলো দিশেহারা
সুযোগ পেলেই পালায়।
পশু তারা, নেইকো তাদের
সভ্যতার-ই লেশ;
পশু হয়েও আছে তারা
মানুষের চেয়ে বেশ।
কাম বাসনায় তারাও ছোটে
খোঁজে সাথের সঙ্গী,
মিলন সুখে ভাসে তারা
চায় না কোন ডিঙ্গি।
পশু হয়েও দেয় না হানা
শিশু পশুর দিকে,
সভ্য মানুষ বাছ মানে না
থু থু তাদের মুখে।
মানুষ বলে করে বড়াই
মানুষ এদের কয়?
ছোট্ট কলি মারলো পিষে
কোন প্রাণে সয়?
সুযোগ পেলে পশুগুলো
খেতো ওদের ছিড়ে,
শিশুগুলো থাকতো সুখে
শান্তিময় এক নীড়ে।