দেয়ালের কাছে ভেজা মাটিতে
বসেছিল যেথায় "একলা পাখি",
দেখছিলে তারে ভালবাসা দিয়ে
মায়ায় ভরা যুগল আঁখি।
দ্যাখোনি তো সে চোখের তারায়
আরো ছিল কেউ সেথা,
পাখির সাথে কইছিলো সেও
সংগোপনে কথা।
বসেছিলে যখন নির্জন ঘরে
মাথায় নিয়ে শত ভাবনা,
পেছনে দাঁড়িয়ে ডেকে মরি,
তবু পেছন ফিরে চাও না।
গাছের তলে দাঁড়িয়ে যখন
খুঁজছিলে নতুন কবিতা,
প্রাণ ভরে দেখে নিয়ে তোমায়
জুড়িয়েছিলাম দু নয়নের পাতা।
শত মানুষের ভীড়ে যখন
হারিয়ে যাও তুমি,
তখনও একটু দেখবো বলে
পথ চেয়ে থাকি আমি।
জানতে পারোনি মরেছে কেউ
তোমায় শুধু ভালবেসে,
অপেক্ষায় আছি জানি একদিন
ডাকবে কাছে এসে।