হারিয়ে গেছে সাথীটি আমার
অজানা এক আঁধারে,
খুঁজবো কোথায় জানি না আমি
কোন সে নদীর কিনারে?
ঝড়ো হাওয়ায় ধূলো ভরা চোখে
ধরতে পারিনি আমি সে হাত,
অশুভ এক কালো ছায়া
গ্রাস করে নেয় অকস্মাৎ।
পথে পথে হেটে খুঁজে মরি
হারানো প্রাণের সাথীটিরে,
ভোরের সূর্য হাত ধরে বলে
নয়ন মেলে দ্যাখ ওরে!
তাকিয়ে দেখি বন্ধু ভেবে
কেঁদেছি যার তরে,
অচেনা দানব বন্ধু রূপে
ছিল মুখোশ পরে।