আকাশের কান্না ছুঁয়ে যায়
তোমার হৃদয়ের গভীরে,
অঝোরে কেঁদে যাই আমি
স্পর্শ করে না,
তোমার অন্তরে কিবা বাহিরে।
একলা পাখির দুঃখ কাঁদায়
তোমার মনটাকে,
পোড়া চোখের কান্নার জল
বেয়ে চলে যায়; তবু
পড়ে না তোমার চোখে।
ইচ্ছে করে হতে আমার
একলা পাখির মতো,
আসতে তুমি দেখতে আমায়;
হয়তো পেতাম তোমার বুকের
ভালবাসা যত।
পাখি হয়ে উড়বো আমি
মেলবো দুটো ডানা,
যাবো আমি তোমার কাছে-ই
শুনবো না তা যতই করুক
কেউ আমাকে মানা।
বুকের মাঝে মুখ লুকাবো,
রাখবো চোখে চোখ,
অধর দিয়ে অধর ছুঁয়ে
জাগবে শিহরণ; মিলতে ব্যাকুল
ঠোঁটের সাথে তৃষ্ণার্ত এই ঠোঁট।
হা‌তের ভেতর হাত লুকা‌বো, ‌
দে‌হের ভেতর দেহ,
নতুন তত্ত্বে হারাবে আজ
ম‌নের ভেতর মন, আমরা ছাড়া  ‌
দেখ‌বে না আর এই জগতের কেহ।