নীল আকাশের নীলের হাওয়ায়
ওড়ার পথ রুদ্ধ আজ,
ইটের ভেতর কীটের দল
ভাবে-সাবে পঙ্খীরাজ।
মনের ভেতর ইচ্ছে বড়
চার দেয়ালের গন্ডী ছেড়ে
উড়বে তারা পাখা মেলে,
চাইবে না আর পেছন ফিরে।
ইটের ভাঁটার কালো ধোঁয়ায়
ঢেকে গেছে সবুজ ঘাস,
সভ্যতার এক করাতকলে
আটকে গেছে নদীর শ্বাস।
সবুজ মাঠের মটরলতা
আর সাজে না নীল ফুলে
দালান কোঠায় ভরা সেথা
রঙ্গিন আলোয় ঝলমলে।
গরুর গাড়ীর কচকচানি
লাগছে কানে বেসুরো,
ভদ্রলোকের মোটরগাড়ী
কেউ নয় আর আজ কারো।
আমি তুমি তুমি আমি
"হাম তুম এক ঘরমে হ্যায়"
বৃদ্ধ বাপের শ্রাদ্ধ সেরে
উঠতে চায় সব সুখের নায়!
খেঁজুর পাতার পাটি পেতে
বসবে না আর ভদ্দরলোক
এসি রুমের সোফায় বসে
মেকি কান্নার মেকি শোক।