তোমার নেশায় বুদ হয়ে রয়
তার ছেড়া এক আহাম্মক,
কল্পলোকে দিবা নিদ্রায়
আঁকছে কত রঙ এর ছক।
আঁকতে আঁকতে ভরে ওঠে
তার হৃদয়ের খাতা,
তবুও কেন খোলে না আজ
নিঠুর হৃদয়ের পাতা?
আহারে বিহারে নিঠুরিয়া হায়
করে শুধু আসা যাওয়া,
জানে না তবু যাবে কি কভূ
নিঠুরিয়ার দেখা পাওয়া?
এমন-ই সব ভাবনায় সে
ভেবে ভেবে হয় সারা,
স্বপ্ন ভঙ্গেও ভাবে নিজেকে
দিনের আকাশের তারা!