নীল আকাশের নীলাচলে
পাখ-পাখালি পাখা মেলে
যায় হারিয়ে দূরের দেশে,
ঘাস ফড়িং আর প্রজাপতি
গলায় পরে মুক্তো মতি
যায় উড়ে যায় ফুলের পাশে।
বকুল ডাকে শিউলী ওরে
আয় না কাছে শিশির ভোরে
তোর সোহাগে যাই মরে যাই,
ঝুমকো জবার ঝুমকো ফুলে
কুঞ্জলতা যায় জড়িয়ে
তুই বিনে মোর আর কেহ নাই।
গন্ধরাজের শুভ্র বসন
হৃদয় জুড়ে ধরায় কাঁপন,
কৃষ্ণচূড়ার আগুন রঙে
নয়নতারার নয়ন পানে
চোখ রাখে যেই সঙ্গোপনে
কোন কথা কয় পোড়া অঙ্গে?
দোলনচাঁপার দুলদুলুনি
সোহাগ ঘুমে চোখ ঢুলুনি
আলির ছোঁয়ায় ফুটছে কলি,
চাঁদ তারারা চোখ টিপে কয়
জমাট প্রেম হয় না তো ক্ষয়
যতই লাগুক নিন্দার কালি।