মরা গাঙ এ বান ডেকেছে
যাচ্ছে ভেঙ্গে পাড়,
দিশেহারা মাল্লা মাঝি
পাল ছিড়ে একাকার।
মরা গাঙ এ উঠলো তুফান
বইছে ঝড়ো হাওয়া,
কার আলিঙ্গন করবে তারে
শান্ত সুবোধ মাওয়া।
বেতাল মাতাল গাঙ এর পানি
উথাল পাথাল ঢেউ,
পাড় ভেঙ্গেছে, হাল ডুবেছে
সামলাবার নাই কেউ।
সামাল সামাল ডাক দিয়েছে
অচেনা এক মাঝি,
উথাল পাতাল গাঙ এর পানি
শান্ত হবে আজি।