মনেরে ডেকে কয়
বিবেক বাবু কষে
কেন বাপু কাঁদো তুমি
হেথা রোজ এসে?
বিবেক বাবুর কথা শুনে
মন কেঁদে কয় শোনো,
ভালবাসা বিনে মরণ
এইটা তুমি মানো?
বিবেক বাবু দাঁত কেলিয়ে
কপট হাসি হাসেন,
মন মহাশয় বলুন দেখি
কাকে ভালবাসেন?
বিবেক বাবুর দেঁতো হাসি
সয় না মনের প্রাণে,
বিবেক বাবু বুঝবে কি আর
ভালবাসার মানে?
বিবেক বাবু কষেন হিসেব
খুলে খেরো খাতা,
মন মহাশয় প্রেম হারিয়ে
ভেজান চোখের পাতা।
বিবেক বাবু ওঠেন ক্ষেপে
প্রেমের কথা শুনে,
মন মহাশয় প্রেম ধরে রয়
ধনুক ভাঙ্গা পণে।