***কবি মৌটুসী মিত্র গুহ (কেতকী)র স্মরণে আমার আজকের এই কাব্য  
      যাকে আমি মিষ্টি দিদি সম্বোধন করি ভালবেসে।


মিষ্টি দিদি বৃষ্টি নামাও
কাব্য লেখার ছল করে,
নদী নালা ডোবা পুকুর
প্রাণ ফিরে পাক জল ভরে।

গ্রীষ্মকালের খরার তাপে
প্রাণ বুঝি আজ যায় রে যায়,
মিষ্টি দিদি গীত ধরো তো
আয়রে বৃষ্টি আয়রে আয়।

ধান পেকেছে চাষীর ক্ষেতে
আম পেকেছে আম বনে,
কাঠ ফাটা রোদ যায় না তবু
জল ভরা ঐ মেঘ কোণে।

লাগুক খরা জাগুক চরা
নদীর মাঝে বুক চিরে,
বৃষ্টিটাকে সাথী করে
মিষ্টি দিদি আয় ফিরে।