কেঁদেছিল মা তার খালি বুক নিয়ে
আর্তনাদে বাতাস হয়েছিল ভারী,
বোকা বাক্সের সামনে পুরোটা দেশ;
আচমকা কোথা থেকে কি গেল হয়ে?
জল্পনা কল্পনায় মেলে না কোন কিনারা,
ছেলেগুলো তো ভালই ছিল;
ছিল না তো কিছুর অভাব, কেন তবে
এতটা বেপরোয়া হলো ওরা?
ভাবলো না মায়ের কথা,
দেখলো না বাপের মুখ, পাখির মতো
গুলি খেয়ে দিয়ে দিল প্রাণ!
জানা গেলো না কি ছিল তাদের ব্যথা?  
কারো জুটেছে ভিলেনের টাইটেল
কেউ পেয়েছে নায়কের তকমা ,
সহানুভূতি আর ঘৃণার তুবড়িতে
জমে উঠেছে নতুন এক খেল।
আমি মা, পারছি না এ খেলায়
হতে সামিল; ছেলে আমার ছিল না
কোন সন্ত্রাসী, কিংবা মাদকসেবী;
কেন দিল প্রাণ, কার ইশারায়?
আমার নাড়ী ছেড়া ধন,
কে করলো তাকে বিপথগামী?
যত ইচ্ছে বুলি কপচাও, ছাড়বো না
তাদের আমি, এই আমার পণ।