চোখ দুটো তার হরিণ টানা
এমন কিন্তু নয়,
মায়ায় ভরা চোখের তারায়
হারাতে ইচ্ছে হয়।
হাসিতে তার খেলে না কোন
বিদ্যুৎ নামের ঝলক,
মায়াবী হাসির রেশ কাটে না,
পড়ে না চোখের পলক।
মায়ায় ভরা মুখে তাহার
চাঁদের জোস্না ঝরে,
নামটি কি গো মেয়ে তোমার
বড় জানতে ইচ্ছে করে।
মায়ায় ভরা রূপে তোমার
পাগল আমার এ মন,
তোমার লাগি ব্যাকুল আজি
পাখ পাখালি কুজন।
তোমার রূপের ছটায় মুক্তো
হারায় তার-ও জ্যোতি,
কন্যা তোমার নাম রেখেছি
শুধুই মায়াবতী।