কবির ভাবনায় যদি পড়ে ছেদ
লিখবে কি আর কবি?
সাধ্য আছে কার ভাঙতে পারে
কবি চিন্তার নিগুড় ভেদ।
কবির অন্তরে খেলে যায় কত খেলা
কখনো মেঘ, কখনো বা বৃষ্টি;
রংধনু করে আনাগোনা, সে খেলাতেই
কেটে যায় কবির সারা বেলা।
মনের ভেতরের ভাবনাগুলো
দেখতে চায় যখন আলো;
কবির হাতের কলম ছোটে
সব করে এলোমেলো।
বুঝতে হলে কবির হৃদয়,
চর্মচক্ষু বুজে, খুলতে হবে
অন্তরের চোখ; তবেই যদি
হয় নতুন সূর্যের উদয়।