কর্তা বাবু গেলেন কোথা
অফিস না কি ঘর?
ডাক পড়েছে কাচারিতে
আসবেন একটু পর।
সবুর করো ফলবে মেওয়া
কর্তা বাবুর শপথ,
কেষ্ট আছে সেই আশাতে
খুলবে ভাগ্যের রথ।
কর্তা বাবু পান চিবিয়ে
তোলেন তৃপ্তির ঢেকুর,
অপেক্ষাতে কেষ্ট ব্যাটা
ঝিমোয় পাশে কুকুর।
কর্তা বাবু গেলেন কোথা
কেষ্ট ওঠে ডেকে,
কর্তা বাবু চোখ পাকিয়ে
তাকান কেষ্টর দিকে।
রক্ত জবা চোখের তাপে
কেষ্ট ওঠে কেঁপে,
কর্তা বাবু বলেন শুধু
বলবি কথা মেপে।
কেষ্ট ব্যাটা ঠকঠকিয়ে
কেঁপে কেঁপে কয়,
পেটের ক্ষুধা কর্তা বাবু
আর কতকাল সয়?