পাওয়ার আনন্দে উদ্বেলিত
তারপরো লাগে ভয়,
হারাই যদি পাছে তারে
কিংবা হারাতে হয়।
হারাতে হারাতে আজ আমি
হয়ে গেছি বড় ক্লান্ত,
হারানোর ভয় বাসা বাঁধে বুকে
হয়ে যাই আমি শ্রান্ত।
জলে টলমল আঁখি যুগল
এমনটা আর চাই নে;
ছুটি পেতে চাই একটু শুধু
লাগবে না আর মাইনে।
হারানোর ব্যথা বড় বেশী ভার
পারবো না আর বইতে;
প্রেম ভরা এ জীবন নিয়েই
ইচ্ছে হয় বড় পালাতে।