কেউ বোঝে না কবির বুকে
চেপে থাকা কান্না,
দ্যাখে কেবল কবির হাতের
পঞ্চ ব্যঞ্জন রান্না।
বুকের ভেতর চলছে বেয়ে
দহন জ্বালার ধারা,
মাপা হাসির আড়ালে তার
বিষের জ্বালায় মরা।
দহন ঢেকে হাসে কবি
কান্না চেপে বুকে;  
সবার তরে রঙ্গিন ছবি
চলছে কবি এঁকে।