ঈদ এসেছে ঈদ এসেছে
লাগছে অনেক খুশী,
একটাতে মন ভরবে না
সব কিছু চাই বেশী।
ঈদ বাজারে ঠেলাঠেলি-ই
আসল ঈদের মজা,
ঈদের নামে পাবলিক সব
খেলো না কি গাঁজা?
বউ ছুটেছে ছেলে নিয়ে
কিনতে নতুন শাড়ী,
বর মহাশয় দেখছে টিপে
ঠিক আছে তো নাড়ী?
ছেলে মেয়ের বায়না শুনে
কর্তা মহাশয়
দাঁত কপাটি লাগে কি না
সে ভাবনাতেই রয়!
যেনতেন হলে না কি
হবে না আর ঈদ
হাল ফ্যাশনের নিতে শাড়ী
গিন্নী ধরেন জিদ।
কর্তা মশাই জপেন তখন
ধরে হরির নাম,
থামছে না তো ঝরা তবু
শরীর বেয়ে ঘাম।
ছেলে মেয়ে কেউ বোঝে না
কর্তার করুণ দশা,
বউয়ের ঝাড়ি খেয়ে কর্তা
মারেন বসে মশা।
ঝাড়াঝাড়ি খেয়ে কর্তা
চলেন অফিস পানে,
টাকা টাকা টাকা শুধু
বাজে কর্তার কানে।
টাকার খোঁজে কর্তা মশাই
ফাইল দিলেন টান,
দেরাজ খুলে আস্তে বলেন
যা দিবেন ভাই দেন।