লাল কাতানে ঢাকা দেহ
গোলাপ রঙ এর ঠোঁট,
আলতা পায়ে, রাঙ্গা টিপে
কাজল কালো চোখ,
কাজল কালো ডাগর চোখে
স্বপ্ন শত আঁকা,
জোর বাতাসে এলোমেলো
সব হয়ে যায় ফাঁকা।
লাল, গোলাপী, আলতা, কাজল
সব হয়ে যায় ফিকে
ললাট ভরা দুঃখ যত
আজীবন যায় টিকে।