ফেলছে মেয়ে নীরবে জল খেয়ে ছেলের ছ্যাঁকা,
বীর বাহাদুর সেজে ছেলে হয়ে আছে বাঁকা।
মোহমুক্ত হয়ে তিনি নতুন শিকার খোঁজেন,
মা জননীও বাঁকা চোখে কন্যাটিকে দেখেন।
আর লাগে না ভালো এখন ছিড়ে আনা গোলাপ
ধুতরো ফুলের সাথে এখন শুরু নতুন আলাপ।
ধুতরোর বিষে পাচ্ছে যেন অমৃতের সন্ধান,
মেতে আছে গোলাপ ফেলে নিয়ে ধুতরোর ঘ্রাণ।
বিষের ছায়ায় যখন যাবে পুরো শরীর ছেয়ে,
মা ছেলেতে বুঝবে তখন ধুতরো ফুলের ইয়ে।