দেশটা নিয়ে মরছে ভেবে
যদু, মধু, শ্যাম,
কেউ চাইছে চলুক ডানে
কেউ চাইছে বাম।
ধর্ম নিয়ে করছে বা কেউ
একটু বাড়াবাড়ি,
মতের মিলের দাবী নিয়ে
কেউবা নিচ্ছে আড়ি।
আড়াআড়ির মাঝে পড়ে
যাচ্ছে ক' জন মারা,
খবর নেবার সময় কোথায়
ব্যস্ত আছেন তারা!
মাথা ব্যথার ভাবনা নিয়ে
ব্যস্ত তারা বেশী,
মরার হিসাব কষুক বসে
বৃন্দাবনের দাসী।
হাড়ি ছাড়াই জ্বলছে চুলো
কি-ই বা আসে যায়?
ছেলের শোকে ইচ্ছেমতো
কাঁদুক ছেলের মায়।
ধারা নিয়ে তত্ত্ব কথার
অনেক বেশী দাম,
যাক না চলে বেঘোরে কেউ
ছেড়ে ধরাধাম।
দেশকে ওরা ভালবাসে
ওদের মতো করে,
কে গেলো আর কে বা এলো
দেখে না তো ফিরে।