চাই চাই চাই চাই,
তামাম দুনিয়া শোর তুলেছে
জানে না সে কি চায়া?
নাই নাই নাই নাই,
অভাববোধের ব্যাথায় কাতর
করে শুধু হায় হায়।
খাই খাই খাই খাই,
পুকুর, ডোবা, সাগর, নদী
সব বুঝি আজ যায়!
চাই, নাই, খাই দল বেঁধে আজ
দিয়েছে সজোরে হানা,
ন্যায় নীতি আর বোধের কথা
শুনতেও না কি মানা!