নাটাইয়ের সুতোটা হ্যাঁচকা টানে ছিড়ে দিলাম আজ,
মন উড়ে যাক মেঘ পেরিয়ে অচেনা এক দেশে;
পোড়া মনের কান্নার আজ হলো অবসান,
থাক পড়ে থাক মনটা আমার তোমার মনের পাশে।
মনটা আমার পেঁজা তুলো, উড়ছে হাওয়ায় হাওয়ায়,
বুকের মাঝের ধুকপুকুনি হঠাৎ গেছে থেমে  
উঠছে কেঁপে চোখের তারা দেখে তারে হায়;
কাপছে অধর, জানে না সে কি বলতে চায়?
চোখের উপর চোখটা ফেলে, ধরে দুটো হাত
ভালবাসি, বাসবো ভালো হৃদয় উজাড় করে,
ভাববো না আর যাচ্ছে কি না চলে আমার জাত।